প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে দু’জন গ্রেফতার
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দেবীগঞ্জ পৌর সদরের করতোয়া সেতুর পশ্চিম পাড়ে এশিয়ান হাইওয়েতে এই ঘটনা ঘটে। এইসময় ভুক্তভোগী ও ফরিদপুর থেকে ব্যবসায়িক কাজে আসা খন্দকার অহিদুর রহমান ও তার ছেলে খন্দকার রিফাত রহমানকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ডিবি পরিচয় দেওয়া আটক দুই ব্যক্তি হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকার নুর আলমের ছেলে রেজাউল ইসলাম ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী এলাকার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী দুইজন জানান, ফরিদপুর সদরের কানাইপুর বাজারে তাদের ওয়ার্কশপ আছে। যেখানে জুট মিলের পুরনো যন্ত্রাংশ নিয়ে সেগুলো মেরামত করে পুনরায় বিক্রি করা হয়। ঠাকুরগাঁও এ নিরাব আলী নামে এক ব্যক্তি জুট মিলের পুরনো যন্ত্রাংশ বিক্রি হবে জানিয়ে অহিদুর রহমানকে ঠাকুরগাঁও এ আসতে বলেন। পরে অহিদুর ও তার ছেলে রিফাত গত মঙ্গলবার ঠাকুরগাঁও এ আসেন ও একটি আবাসিক হোটেলে উঠেন। আসার পর তাদের বলা হয় যিনি যন্ত্রাংশ বিক্রি করবেন তিনি ঢাকায় গেছেন। তাই শুক্রবার পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়। এই কথা শুনে হোটেলে নিজেদের জিনিস পত্র রেখে তারা ফরিদপুরে ফিরে যান। বৃহস্পতিবার ফরিদপুর থেকে রওনা হয়ে শুক্রবার সকাল ৭টায় ঠাকুরগাঁও এ নামেন বাবা-ছেলে। এরপর প্রথমে হোটেলে কিছুক্ষণের জন্য গিয়ে পরে ইরাব আলীর সাথে বের হন পুরনো যন্ত্রাংশ দেখবেন বলে। ঠাকুরগাঁও বাইপাস সড়ক হয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে তাদের পথরোধ করেন। এরপর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৫ লাখ টাকা নেওয়ার পর বাবা-ছেলেকে হ্যাণ্ডকাফ পরায়। এই সময় তাদের দুইটি স্মার্টফোনও নিয়ে নেয় প্রতারক চক্র। পরে হ্যাণ্ডকাফ খুলে দুইটি মটরসাইকেলে তাদের তুলে নেয় থানায় নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু থানায় না নিয়ে ভিন্ন স্থানে নিয়ে গিয়ে বাবা-ছেলের হাতে ডলার ও ইয়াবা দিয়ে ছবি তুলে তারা। পরে কোথাও অভিযোগ না দেওয়ার শর্তে তাদের দেবীগঞ্জে নামিয়ে দিতে আসে মটরসাইকেলে। কিন্তু দেবীগঞ্জে নামিয়ে দেওয়ার সময় অহিদুরের ছেলে রিফাত কৌশলে একটি মটরসাইকেলের চাবি কেড়ে নিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই সময় দুইজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। এই সময় একটি পালসার ১৫০ সিসি মটরসাইকেল আটক করা হয়।
আটকের বিষয়টি মুঠোফোনে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু ঠাকুরগাঁও এর ঘটনা তাই সেখানে মামলা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত