নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় মানুষের চিকিৎসা সেবায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং আইনজীবী ফোরামের মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্য সেবায় অংশ নিতে সকাল থেকেই ঈদগাহ মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ৪ হাজার রোগী রেজিস্ট্রেশন করেন।
এসময় রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে শিশু, মহিলা/স্ত্রীরোগ, অর্থপেডিক্স, হৃদরোগ, মেডিসিন, চর্মরোগসহ বিভিন্ন ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্য ঔষধ সরবরাহ করা হয়।