আন্তর্জাতিক ডেস্কঃ
দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন।শুক্রবার ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, বেশ কয়েক মাস ধরে অভিযান চালানোর পরও আমরা একজন বন্দিকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। তবে সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে।
তিনি এ সময় পরাজয় স্বীকার করে বলেন, ‘হামাসের ওপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি’।
এছাড়া ইসরাইলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার হামাস এবং দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি হয়। রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ বন্দিকে মুক্তি দেবে। বিপরীতে ইসরাইলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় বর্বর ইসরাইল গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এতে এ পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ১৫ মাসব্যাপী নৃশংস হামলার পরও নেতানিয়াহুর সরকার এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল- ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনা। কিন্তু কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারেনি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড