হুমায়ুন কবির,স্টাফ রিপোর্টার বরিশাল।
গতকাল ২৩/০১/২০২৫ খ্রি. বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বরিশাল জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(বাকেরগঞ্জ সার্কেল)।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), বরিশাল জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সার্কেল), বরিশাল জনাব শারমিন সুলতানা রাখী; সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল), বরিশাল জনাব তারেক আমান বান্না ও সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরওআই, আর আই, পুলিশ লাইন্স, বরিশালসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্যারেড শেষে পুলিশ লাইনস ড্রিলশেডে জানুয়ারি/২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী এ কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা বিভিন্ন বিষয়ের সমস্যা গুলো উপস্থাপন করেন এবং পুলিশ সুপার মহোদয় উল্লেখিত সমস্যা সমূহ সমাধানের ব্যবস্থা করেন। সবশেষে তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য যে এই কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় পিআরএল গমনকারী পুলিশ সদস্যদেরকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের চিত্তবিনোদনের জন্য কেরাম বোর্ড, ভলিবলসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড