ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় হাফেজ আব্দুল মোমিন ওরফে মোনা (৫৫) ও সানিক (৪৫) নামের দুজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে,আহত হাফেজ আব্দুল মোমিন ওরফে মোনা মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আলেম শেখের ছেলে এবং সানিক গাংনী উপজেলার মালসাদাহ গ্রামের বাসিন্দা,জানাগেছে ঘটনার সময় মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ইম্প্যাক্ট হাসপাতালের সামনে অকেজো অবস্থায় একটি লাটাহাম্বার পড়ে ছিল, এসময় হাফেজ আব্দুল মোমিন ওরফে মোনা মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি ফেরার সময় অন্ধকারে লাটাহাম্বারটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারে। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়,পরে তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে, লাটাহাম্বাটির হেলপার সন্দেহে সামছুল নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করে,সামছুল মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের বদরুদ্দিনের ছেলে।