প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালা
সৈয়দ কামরুজ্জামান মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালা করেছে মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তর। তারুণ্যের উৎস উপলক্ষে সোমবার দুপুরে ঘুমরা এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে ও প্রশিক্ষক হুমায়ুন কবির এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, সাংবাদিক বকশি ইকবাল আহমদ ও যুব প্রতিনিধি হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজের পরিবর্তন করতে হবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমেই দেশের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব। আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। জেনারেল শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিলেই কর্মসংস্থান বাড়বে।
কর্মশালায় সাংবাদিক, যুব সংগঠক, আত্মকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসাইন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত