ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুরের সন্তান জাকির হোসেন সম্প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন, তিনি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।জাকির হোসেন শিক্ষকদের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন, এছাড়াও তিনি ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মেহেরপুর ১ আসনে মনোনয়ন পেয়েছিলেন।
মঙ্গলবার ২৮ শে ফেব্রুয়ারী-২০২৫ বিকাল চারটায় আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচিত সদস্য সচিব মোঃ জাকির হোসেন কে সংবর্ধনা দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়,বিএনপির নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আকবর হোসেন আলী আলীসুর রহমান আকবর হোসেন মাস্টার মোঃ মোখলেসুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন,তবে, ২০২৩ সালের নভেম্বর মাসে রাজধানীর ধোলাইখাল এলাকায় নিজ বাসা থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছিল,শিক্ষক কর্মচারী ঐক্যজোটসহ বিভিন্ন সংগঠন তার মুক্তির দাবি জানিয়েছিল।জাকির হোসেনের পুনর্নির্বাচন শিক্ষকদের মধ্যে তার প্রতি আস্থার প্রতিফলন, তিনি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশা করা হচ্ছে।