আল আমিন,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (বাউয়েট) ফল সেমিস্টার-২০২৪ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। এ সময় রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) কে এফ এ সোহেল, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাছুদার রহমানসহ সকল বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উপাচার্য বলেন, ’তোমাদেরকে ছাত্র জীবনে ৩টি জিনিস মেনে চলতে হবে- সুস্থ থাকতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে।’ বাউয়েট শৃঙ্খলা ও নিয়ম কানুনের ব্যাপারে সচেতন। আশা করছি তোমরা বিশ্ববিদ্যালয়ের অনুসৃত শৃঙ্খলা পালন করবে। বাউয়েট কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ সকলেই তোমাদের সঙ্গে আছি। তোমাদের শিক্ষা জীবন সমৃদ্ধ হোক, তোমরা সুস্থ ও সুন্দর থেকে লেখাপড়া সম্পন্ন করে বাউয়েটের আলোকিত নক্ষত্র হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। উপাচার্য পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার জন্য নবাগত শিক্ষার্থীদের হাতে মহামূল্যেবান বই তুলে দেন। এছাড়া নবীনবরণ অনুষ্ঠানটিকে আনন্দঘন, স্মরণীয় করে রাখার এবং সকল জড়তা কাটানোর জন্য আটটি বিভাগের উদ্যোগে নবীনদের অংশগ্রহণে আইসব্রেকিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড