তুহিনুর রহমান,জলঢাকা প্রতিনিধিঃ
জলঢাকায় র্যাবের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল, ১ লক্ষ ৯৪ হাজার ৭শত নগদ অর্থসহ ৪টি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব। ৩১শে জানুয়ারী শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে মাদক চেরাকারবারির সময় হাতানাতে আটক করে তাদের। আটককৃতরা হলেন, জাহিদুল ইসলাম, সঞ্জয় রায় ও লিটন ইসলাম। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ জানান, র্যাব বাহিনী কর্তৃক ধৃত তিন মাদক চোরা কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আাইন ২০১৮ এর ১৪(গ)/৪১ ধারায় রুজু পূর্বক আসামীদের জেলা জেলহাজতে প্রেরন করা হয়েছে। সেই সঙ্গে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিড়ো টর্নালেন্স ভুমিকায় অভিযান অব্যহত রয়েছে।