
মোহাম্মদ লাল মিয়া,নীলফামারী প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান সামনে রেখে জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব ২০২৫ ইং , নতুন ধানে নতুন প্রাণে, চল মাতি পিঠার প্রাণে। ১১,১২,ও ১৩ই ফেব্রুয়ারি কলেজ মাঠে শুরু হয়েছে পিঠা উৎসব। এই পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জায়িদ ইমরুল মোজাক্কিন, সভাপতিত্ব করেন জনাব, মো: সেলিমুর রহমান সেলিম, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় জলঢাকা নীলফামারী।
পিঠা উৎসব আয়োজক কমিটি জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় সকল ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীবৃন্দ। সকলের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীরা কেক কাটার মধ্য দিয়ে ( ৩) তিন দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় জলঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ পিঠা উৎসবে ৪০ টি স্টলে জলঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা পুলি প্রদর্শন ও বিক্রি শুরু হয়।
দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে পিঠা উৎসবটি হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়।
শরজমিনে গিয়ে দেখা গেছে পিঠা উৎসব শেষে বিকেলে সাংস্কৃতিক মঞ্চের ক্ষুদে শিল্পীরা তাদের নাচ গান ও আবৃত্তি দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিনব্যাপী গান, কবিতা ও আবৃত্তি মেলায় বিভিন্ন মাত্রায় প্রকাশ করে।
Like this:
Like Loading...
Related