
আজাদ,ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা শিকদার (৪৫)কে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। বাদশা শিকদার ওই এলাকার দায়মুদ্দিন শিকদারের ছেলে। গতকাল রাতে ভোলা সদর ক্যাম্প র্যাব-৮সদস্যরা গুপ্ত মুন্সি এলাকা থেকে বাদশা শিকদারকে আটক করেন।
র্যাব জানান,বাচ্চা শিকদারের বিরুদ্ধে ভোলা জেলার সদর ও দৌলতখান থানায় ২৭ টি মামলা রয়েছে,যাহার মধ্যে চাঁদাবাজি মামলা১০ টি, হত্যা চেষ্টা সহ মারামারি মামলা ০৯টি,মাদক মামলা ০২টি,অস্ত্র মামলা০১টি, হত্যা মামলা ০১টি,ধর্শন ও গণ ধর্শন মামলার ০৪টি রয়েছে।
বাদশা শিকদারকে ভোলা সদর থানায় পরবর্তী আইন আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, অস্ত্রসহ এর আগেও গ্রেফতার হয়েছে বাদশা শিকদার।
Like this:
Like Loading...
Related