হাবিবুর রহমান হাবিব,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। শুক্রবার দিবসের প্রথম প্রহরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা শহীদদের সম্মানার্থে উপজলো সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের কেন্দ্রীয় শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান একুশের ভাষা শহিদদের প্রতি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায়।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ নোমান আহমেদ কলেজের প্রভাষক মামুনুর রশীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইব্রাহিম খলিল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নূপুর, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহ মোজাম্মেল হোসেন,আনসার বিডিপি কর্মকর্তা ইয়াকুব হোসেন, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সওকত আহমেদ, মুরাদনগর উপজেলা শাখার কৃষি ব্যাংকের ম্যানেজার মো. আল আমিন,নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকগণ।