ক্রাইম রিপোর্টারঃ
বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা উচ্চ বিদ্যালয় মাঠে , ধানগড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ধানগড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় । প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আওয়ামীলীগকে বিতাড়িত করার জন্য জন্য যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, তিনি আরো বলেন আগামীতে রাষ্ট্র কিভাবে চলবে তা তারেক রহমান প্রণীত ৩১ দফার মধ্যে উল্লেখ আছে । এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান আকন্দ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা কৃষক সদস্য সচিব শাহাদাত হোসেন ঠান্ডু,
এ সময় আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, রাযগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খাঁন, রায়গঞ্জ উপজেলা যবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয়ক মোকাদ্দেস হোসেন সোহান, প্রমুখ।