
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা পৌর বাজারের জনসেবা ক্লিনিক সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহুর রহমান। রবিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের নির্দেশক্রমে ডাঃ মেজবাহুর রহমান মেজবা ক্লিনিক টি সিলগালা করেন। জানা গেছে, এ ক্লিনিকটিতে সার্বক্ষনিক এমবিবিএস ডাক্তার,ডিপ্লোমা ধারী নার্স, না থাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ক্লিনিকের লাইসেন্স নবায়নসহ ওটি রুম ও ডায়াগনস্টিক রুম ছোট ও অপরিষ্কার থাকা এবং কর্তব্যরত চিকিৎসক দিয়ে সিজার না করানোসহ বিভিন্ন কারণে ক্লিনিকটির ওটি রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ নিয়ে কয়েকদিন আগে একটি ভুক্তভোগী পরিবার ভোক্তা অধিকার বরাবর অভিযোগ করেন তার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে পরিদর্শনে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের অনুমতিক্রমে ক্লিনিক টি সীলগালা করা হয়।
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ এড়িয়ে গিয়ে বলেন, রাজনৈতিক প্রভাবের কারনে শত্রুতার জোরে এটি করা হয়েছে। আমাদেরকে না জানিয়ে হঠাৎ লোকজন এসে ক্লিনিকের ওটি রুম সাময়িক ভাবে সিলগালা করে যায়।
এ বিষয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেজবাহুর রহমান মেজবা এ প্রতিবেদককে বলেন অভিযোগের বিষয়টি সততা রয়েছে এরই প্রেক্ষিতে ক্লিনিকে গেলে আমাদেরকে ওটি রুমটি দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। তাই আমরা এটি সিলগালা করে দিয়ে এসেছি এবং বলে এসেছি উপযুক্ত কাগজপত্র নিয়ে আমাদের সাথে দেখা করতে।
Like this:
Like Loading...
Related