আজিম হোসেন,পিরোজপুর প্রতিনিধিঃ
“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে “এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে ২ মার্চ ২০২৫ ( রবিবার) জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ বিজ্ঞান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসক পিরোজপুর, খান মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার পিরোজপুর, মোঃ আব্দুল মান্নান জেলা নির্বাচন অফিসার পিরোজপুর, অফিসার ইনচার্জ সদর থানা এবং সাংবাদিক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।