আন্তর্জাতিক ডেস্কঃ
বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন। স্থানীয় সময় শনিবার (১ মার্চ) সকাল ৭টার দিকে দেশটির উয়ুনি ও কলচানি শহরের মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
উয়ুনি হলো সলার ডে উয়ুনির প্রবেশদ্বার, যা জনপ্রিয় একটি পর্যটন স্থান ও বিশ্বের সবচেয়ে বড় লবণ সমভূমি। এর আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি।
দুর্ঘটনার শিকার দুটি বাসের একটি অরুরো শহরের দিকে যাচ্ছিল। ওই শহরে বর্তমানে ল্যাটিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
পোতসি রাজ্য পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, দুটি বাসের চালকই বেঁচে আছেন। তবে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও আরেকজনকে ভর্তি করাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। বেঁচে থাকা যাত্রীদের অনেকে দাবি করেছেন, দুর্ঘটনার পর বেঁচে থাকা দুই চালকের একজনকে তারা মদ্যপ অবস্থায় দেখেছেন।
পুলিশ কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরও শনাক্ত করা হচ্ছে, বলেও জানান মুখপাত্র।
বলিভিয়ার পাহাড়ি সড়কগুলো তেমন রক্ষণাবেক্ষণ করা হয় না। এসব সড়কে নজরদারিও কম থাকে। তাই এসব সড়ক বেশ বিপজ্জনক। এই সড়কগুলোতে প্রতি বছর গড়ে এক হাজার ৪০০ জনের প্রাণ যায়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড