1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুরে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক-১ চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত সেনবাগের সাবেক এমপি মোরশেদ আলম তার ছেলে সহ ৮৫ জনের নামে মামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার মিঠাপুকুরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে এস এস সি, দাখিল ও সমমানে পরীক্ষার প্রথম দিন অতিবাহিত ফিলিস্তিনের মানুষের মুক্তির লড়াইয়ে পাশে আছি, পাশে থাকবো,”ইলিয়াস হোসেন মাঝি। বিএনপি’র মহাসচিবসহ পরিবারের সদস্যদের ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে মানববন্ধন মেহেরপুরে ২ মাসে ১০৭টি মোবাইল এবং ৬ লক্ষ সাত হাজার টাকা উদ্ধার জলঢাকায় আন্তঃ উপজেলা স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাইট ক্লাবের ছাদ ধসে গায়ক রুবি পেরেজসহ নিহত-১৮৪

যেসব আমলে সব গুনাহ মাফ হয়ে যায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্কঃ

বান্দা যত গুনাহই করুক না কেন আল্লাহর রহমত তার চেয়ে কোটিগুন বড়। যার কোনো সীমারেখা নেই।

যার ফলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেও মাফের সুযোগ রয়েছে। কারণ আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদের বারবার ক্ষমা করেন। গুনাহগার যখনই যথাযথভাবে লজ্জিত হয়, গুনাহ ছেড়ে দেয় এবং তওবা করে, তিনি তাকে ক্ষমা করে দেন। কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন তিনি গাফুর ও রহিম অর্থাৎ ক্ষমাশীল, পরম দয়ালু। গুনাহ করে ফেললে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার আশ্বাস দিয়ে আল্লাহ বলেন, বলো, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের ওপর বাড়াবাড়ি করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা জুমার: ৫৩)

কোরআনের আরেকটি আয়াতে একইরকম প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের ওপর জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা নিসা: ১১০)

এ ছাড়া নামাজ, রোজা, সদকা, জিকির ইত্যাদি নেক আমলের কারণেও আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেন। ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর তুমি নামাজ আদায় কর দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। (সুরা হুদ: ১১৪)

এখানে আমরা এমন তিনটি দোয়া ও আমল উল্লেখ করছি যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহও ক্ষমা করে দেন বলে হাদিসে বর্ণিত হয়েছে।

১. আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, পৃথিবীর বুকে যে কেউ পাঠ করবে,

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা।

অর্থ: আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।

তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে। (সুনানে তিরিমজি: ৩৪৬০)

২. আবু হোরাইরা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন একশত বার পড়ে,

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
উচ্চারণ: সুবাহানাল্লহি ওয়া বিহামদিহি

অর্থ: আমি আল্লাহর সপ্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি

তার সব পাপ মুছে দেওয়া হয়, যদি তা সমুদ্রের ফেনার মত বেশিও হয়। (সহিহ মুসলিম: ৬৭৩৫)

৩. আবু হোরাইরা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন একশত বার পড়ে,

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাইয়্যিন কাদীর।

অর্থ: আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই; তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই, তারই রাজত্ব, তারই যাবতীয় প্রশংসা; তিনিই সব বিষয়ের উপর শক্তিধর।

তার আমলনামায় একশত নেকি লেখা হয়, একশত পাপ মুছে দেওয়া হয় এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে তা তাকে রক্ষা করে। (সহিহ মুসলিম: ৬৭৩৫)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট