দেলোয়ার হুসাইন,খুলনা প্রতিনিধি:
খুলনায় ইজিবাইক চালক হাফিজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮ টার দিকে বটিয়াঘাটা উপজেলার ২ নং ইউনিয়নের জনৈক সত্যজিত রায়ের জমি থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইজিবাইক চালক খুলনার ১১ নং ওয়ার্ডের বাসিন্দা জনৈক খাদেমুল ইসলামের ছেলে। তবে হত্যার পর হাফিজের ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার বলেন, শুক্রবার সকালে বটিয়াঘাটা উপজেলার ২ নং ইউনিয়নে সত্যজিত রায়ের জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ শনাক্ত করণের চেষ্টায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত হয়। এরপর পরিবারের নিকট খবর দেওয়া হলে তারা এসে হাফিজের মরদেহ হাফিজের বলে নিশ্চিত হয়। সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে নিহতের ভাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মমিলা দায়ের করেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অজ্ঞাতনামা ৪/৫ জন দুর্বৃত্ত খুলনা নগরীর খালিশপুর এলাকা থেকে ভাড়ায় চালিত ইজিবাইক চালক হাফিজকে বটিয়াঘাটা উপজেলায় নিয়ে আসে। উপজেলার ২ নং ইউনিয়ন সত্যজিত রায়ের জমি নির্জন পেয়ে রাত ১ টা থেকে ৩টার মধ্যে তাকে জবাইয়ের পর মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। তবে রাতে পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।