
মোহাম্মদ লাল মিয়া,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। রবিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা এলাকার মেসার্স এ.কে ব্রিকস ভাটাটিড় গুড়িয়ে দেয়া হয়। জানাগেছে, স্থানীয়দের অভিযোগের প্রক্ষিতে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগন এটি নিবিড়ভাবে পর্যবেক্ষন করে এবং সুনির্দিষ্ট প্রতিবেদন দাখিল করে। তাই গত বছরের ৩০ নভেম্বরে ভাটা মালিককে Environment Damage Assessment করা হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর আইন ১৯৯৫(সংশোধিত-২০১০) অনুসারে অপরাধ এবং ক্ষতিপূরণ গ্রহনযোগ্য হওয়ায় ১৯৯৫ এর ৭ ধারার আলোকে পরিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ সরকারের অনুকূলে মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর ঢাকা বরাবর Pay order মুলে ৭ লক্ষ ৫০ টাহার টাকা জরিমানা আদায় করা হয় এবং অদ্য তারিখ হতে ইট ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে মালিকপক্ষ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে হাইকোর্ট তা খারিজ করে।তাই অবৈধ হওয়ায় এটি আজ গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের নেতৃত্ব এতে অংশ নেয় স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কর্মকর্তারা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, উপজেলায় মোট তিনটি অবৈধ ইটভাটা রয়েছে এরকম দুটির রিট হাইকোর্টে চলমান আর এ.কে ইটভাটাটি সম্পুর্ন অবৈধ হওয়ায় এটি গুড়িয়ে দেওয়া হলো।
Like this:
Like Loading...
Related