
আজাদ,ভোলা প্রতিনিধিঃ
পরিস্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ মার্চ ) রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ বাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন কে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন হতে ৭ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইলসহ তাকে আটক করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।
তুমিতো মাদক ব্যবসায়ী মোঃ শাহিন এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবত বলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত আমাদক ও মোবাইলসহ আটকৃত মাদক ব্যবসায়ীকে বোরহান উদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধ মূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনী নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related