ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুরে ছাত্র জনতার শিশু আছিয়ার ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, রবিবার ৯ মার্চ -২০২৫ বিকেলের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুহজ,অ্যাডভোকেট মিজানুর রহমান, সাহেব মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক আরমা খান, তানজিমুল ইসলাম প্রমুখ।ধর্ষকের পুত্তলিকা দাহ করা মধ্য দিয়ে শান্তি দাবি জানায়।