জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি :
গত ১২ মার্চ রোজ বুধবার বাংলাদেশ প্রেস ক্লাব সুজানগর শাখা কার্যালয় উদ্বোধন ও ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত প্রেস ক্লাবের সভাপতি জনাব, মোহাম্মদ আলী মাস্টার এর সভাপত্বিতে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান। সুজানগর সার্কেল এস,পি,জনাব, রবিউল ইসলাম। সুজানগর থানার অফিসার ইনচার্জ আকবর আলী। সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখ। সুজানগর পৌরসভার বিএনপির সভাপতি, কামাল হোসেন বিশ্বাস। সুজানগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস। জামাতের উপজেলা সভাপতি, বৃহত্তর কাশিনাথপুর প্রেসক্লাবের সভাপতি, জনাব জাহাঙ্গীর হোসেন। এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু। অত্র এলাকার সুধীজন প্রমূখ। বক্তাদের বক্তৃতার শেষে সুজানগর মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মন্টু।