মোয়াজ্জেম সরকার রুবেল,দিনাজপুর প্রতিনিধি:
বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের পালপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের মধ্যে তুলুল সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় একই এলাকার বাসিন্দা হাসিনুর রহমান (৩৯) জানান, আমি ও আমার ছেলে সাইম (১৫) গত ৭ই মার্চ (শুক্রবার) মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে অনাকাঙ্ক্ষিত হামলা চালায় পার্শ্ববর্তী বাসিন্দা সফিকুল ইসলাম, মজিবর রহমান ও তার সহযোগীরা। এক পর্যায়ে আমার ছেলে সায়িম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। ঘটনার দু-দিন না পেরোতেই একই ঘটনার সূত্রকে কেন্দ্র করে গত ১০ই মার্চ (সোমবার) বাড়ির গেটের সামনে দলবদ্ধ ভাবে ৮-১০ জন আমি ও আমার স্ত্রী ফাইমা, আমার ভাই হাসিফুল ও তার স্ত্রী সাথি আক্তার সহ পরিবারের সদস্যদের উপর হামলা চালাযনো হয় এবং তৎক্ষণাৎ স্থানীয় জন প্রতিনিধি খাদেমুল ইসলামের উপস্থিতিতে পরিবেশ কিছুটা শান্ত হয়, এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে হামলার ঘটনার বিবাদীগন জানান তাদের সাথেও হতাহতের ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।
উভয় পক্ষেরই লোকজন বলছেন তৎক্ষণাৎ বীরগঞ্জ থানায় অভিযোগ করেছেন তারা। স্থানীয়রা জানান, উক্ত ঘটনা প্রায় অনেক দিন ধরেই ঘটে আসছে। তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার ও বিশ্লেষণ করে বিষয়টি যেন দ্রুত সমাধান করা হয়, অন্যথায় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড