ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করলো মাদারীপুর সিভিল সার্জন অফিস। বুধবার (১২ ই মার্চ) দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন মাদারীপুরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এস,এম খলিলুজ্জামান। এসময়ে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ কানিজ ফারহানা রহমান রেশমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক। মাদারীপুরের বিভিন্ন প্রন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন। যার মধ্যে মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট বোরহানুস সুলতান, সাংবাদিক বেলাল আহম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ও সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ ২৪ এর সাংবাদিক বেলাল রিজভী, জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে- মোঃ ফায়েজুল শরীফ ও মোঃ ইমদাদুল হক মিলন, সাগর হোসেন তামিম চ্যানেল-২৪, নজরুল ইসলাম পলাশ একুশে টিভি, রিপন চন্দ্র মল্লিক ইন্ডিপেন্ডেন্ট টিভি, সঞ্জয় কুমার অভিজিৎ সময় টিভি, মহসিন তালুকদার এশিয়া টিভি, মাসুদ সরদার মাইটিভি, আরিফুর রহমান মোহনা টিভি, এস,এম আজহার হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা, প্রিন্স মাহমুদ সবুজ জাতীয় সাংবাদিক সংস্থা সহ সর্বস্তরের সাংবাদিকগন উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং কালে ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, মাদারীপুরের ৫ টি উপজেলা ও ২ টি পৌরসভা সহ ১৪৮৮ টি কেন্দ্রের মাধ্যমে এবং মোবাইল অতিরিক্ত আরো ১২ টি কেন্দ্রের মাধ্যমে ২১৯৮৬ শিশু যাদের বয়স ৬ থেকে১১ মাস, ১৫২৮২১ শিশু যাদের বয়স ১২ থেকে ৫৯ মাস- তাদের মধ্যে এ কার্যক্রম ১৫/৩/’২৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এজন্য ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে মাদারীপুরে এ কর্মসুচী বাস্তবায়ন করবে সিভিল সার্জন অফিস। এ কর্মসূচী যা’তে অত্যন্ত ফলপ্রসূ হয় এবং একটি শিশুও যেনো ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কার্যক্রম থেকে বাদ না যায় সেজন্য ব্যাপক প্রস্তুতি ও সতর্কতা নেয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন। তিনি এ ব্যাপারে উপস্থিত সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।