আন্তর্জাতিক ডেস্ক:
আল আকসায় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে তারা শুক্রবার মসজিদটিতে প্রবেশ করতে পারেননি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর আল-জাজিরার।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, পবিত্র এ মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের এমন নিষ্ঠুর পদক্ষেপকে ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে দেখছে হামাস।
এতে আরও বলা হয়, টানা দ্বিতীয় বছরের মতো আল-আকসায় নামাজে মুসল্লিদের অব্যাহত নিষেধাজ্ঞা মুসলিম রীতিনীতির উপর একটি পদ্ধতিগত আক্রমণ এবং জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোকে ইহুদিকরণের প্রচেষ্টার অংশ।
গাজা-ভিত্তিক এ গোষ্ঠীটি ইসরাইলি সরকারকে মুসলমানদের অনুভূতি ও পবিত্রতার প্রতি অহংকার এবং অবজ্ঞা অব্যাহত রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার জেরুজালেমভিত্তিক আল-কুদস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জানিয়েছে, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে অভিযান চালিয়ে মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড