আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
দেশের বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া এক হাজার ৪ শ ৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। এর মধ্যে স্কুলে ১ হাজার ২শ ৪ জন ও কলেজের ২শ ৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এছাড়া ১ হাজার ৬৬৩ জনকে উচ্চতর স্কেল ও ১ হাজার ৪১ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।১২ মার্চ ২০২৫ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মার্চ মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাউশির ৯ জন আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক সভায় উপস্থিত ছিলেন। বেসরকারি স্কুলের ১ হাজার ২০৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে রংপুর অঞ্চলে ২২৮ জন, রাজশাহী অঞ্চলে ৬৯ জন,বরিশাল অঞ্চলে ৬৮ জন, চট্টগ্রাম অঞ্চলে ৩২ জন, কুমিল্লা অঞ্চলে ২৫ জন, ঢাকা অঞ্চলে ৪৫০ জন, খুলনা অঞ্চলে ২৩৭ জন, ময়মনসিংহ অঞ্চলে ৮৬ জন,এবং সিলেট অঞ্চলে ৯ জন।কলেজের ২৮৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে রংপুরে অঞ্চলে ৪২ জন, রাজশাহী অঞ্চলে ৫৫ জন, বরিশাল অঞ্চলে ৫৩ জন, চট্টগ্রাম অঞ্চলে ৫ জন, কুমিল্লা অঞ্চলে ১৩ জন, ঢাকাঅঞ্চলে ৩৪ জন, খুলনা অঞ্চলে ১৪ জন, ময়মনসিংহ অঞ্চলে ৫৩ জন ও সিলেট অঞ্চলে ১৪ জন।
মাউশি সূত্র জানায়,গত কয়েক মাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তাদের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিয়ম অনুযায়ী- প্রতি দুইমাস পরপর মাউশিতে এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে সবশেষ গত ১২ জানুয়ারি ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছিল।
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড