আজিম হোসেন,পিরোজপুর প্রতিনিধিঃ
মোড়েলগঞ্জের রামচন্দ্র পুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামলা জিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টারে ১৩ মার্চ ২০২৫
( বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী রামচন্দ্র পুর ইউনিয়ন শাখার উদ্যোগে আবুবকর শেখ এর সভাপতিত্বে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল আলীম শিক্ষা ও গবেষণা বিষয়ক সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট।প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মাওঃ শাহাদাত হোসেন আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মোড়েলগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মো. মনিরুজ্জামান নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মোড়েলগঞ্জ, মাওঃ মাকসুদ আলী খান সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মোড়েলগঞ্জ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনির পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্য। মানব রচিত কোনো দফা দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না। পবিত্র কোরআনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।