আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
আজ সোমবার মিঠাপুকুর উপজেলা রূপসী হাট জামে মসজিদে ওলামা মাসায়েক পরিষদ এর আয়োজনে স্থানীয় ব্যক্তিদের সম্মানার্থে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত ইফতার মাহফিলে ওলামা মাসায়েক পরিষদ উপজেলা সভাপতি মাওঃ মোসলেম উদ্দীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাওঃ শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,এলামা মাসায়েক পরিষদ এর খোড়াগাছ ইউনিয়ন সম্পাদক ফিরোজ আলী,রূপসী হাট জামে মসজিদ এর খতিব মকছেদুল আলম, খতিব মাহবুবুল আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ইফতার শেষে দোয়া করা হয়।