আব্দুল্লাহ আল রোমান (নেত্রকোণা) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) উপজেলার ৩নং পোগলা ইউনিয়নে সাতপাইকের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ কাঞ্চন তালুকদার, সাংবাদিক আব্দুল্লাহ আল রোমান, সম্মানিত সদস্য কলমাকান্দা উপজেলা প্রেসক্লাব এবং সাবেক কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ অলি মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক গাফফার, যুগ্ন আহ্বায়ক রিপন আহমেদ, মোঃ মিলন আকন্দ, জিন্নাতুল ইসলাম জিন্না, উজ্জল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদ ফরহাদ, যুগ্ন আহবায়ক আলতু মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুপন মাহমুদ আখির মন্ডল, সহ-সভাপতি মোসাদ্দেক হোসাইন সৈকত বাবু, ৮ নং ওয়ার্ড যুবদল নেতা এনামুল হক টিটন, মোঃ আল আমিন খান, কৃষক দলের নেতা আব্দুল লতিফসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইফতারের পূর্বে মাহফিলে দলীয় নেতাকর্মীরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির নেতা পারভেজ আহমেদ শেখ এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও কলমাকান্দা দুর্গাপুরের জননেতা বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এবং আইনজীবী ফোরামের মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামালের দীর্ঘায়ু ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়।