মোয়াজ্জেম সরকার রুবেল,দিনাজপুর প্রতিনিধি:
২০ই মার্চ- ২০২৫(বৃহম্পতিবার) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । বীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ শাহরিয়ার মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমবায় অফিসার আহাদ আলী মন্ডল সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং উপজেলার সকল এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় সুজালপুর বিডি ও বেইসমিতালী সংস্থা তাদের কার্যক্রম বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। সভায় পল্লীশ্রী, সিনজেন্টা ফাউন্ডেশন, জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস) ,ওর্য়াল্ড ভিশন, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন, জগদল সিডিএসপি,বিডি, ভাবকি সিডিএসপি 212, অন্যদের মধ্যে, ব্র্যাক, আশা, কারিতাস, আরডিআরএস, , দ্বীপশিখা, উত্তরবঙ্গ শিশূ উন্নয়ন প্রকল্প, গুডনেইবার, টিএমএসএস, গ্রাম বিকাশ, ইয়ুথফার্স্ট কনর্সান্স এসসিডিএফ,ক্রিব, টি এল এমআই,ল্যাপ্রা বাংলাদেশ, সিডিএ ,এএসএস, এমকেবি, মুসলিম এইড বাংলাদেশ,ব্যুরো বাংলাদেশ,গ্রাম বিকাশ কেন্দ্র, আল-ফালাহ আম উন্নয়ন সংস্থা, হোম অব পিচ,ম
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড