প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে বাস ও সিএনজির সংঘর্ষে একই পরিবারে তিন জনসহ নিহত-৫
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজি,চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০), রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭) ও ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাভা এলাকার আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মৌবাড়িয়ার রানা হোসেনের ছেলে সিএনজি চালক তহিদুল হাসান তোহা (২৫)।এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ঈশ্বরদী পাবনা মহাসড়কের ঢুলটি বহরপুর মল্লিক এগ্রো ফুডের সামনে বিকেল ৫টা ৫০ মিনিটে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ঈদের কেনাকাটা শেষে ঈশ্বরদী থেকে থেকে সিএনজি নিয়ে দাশুড়িয়া আসার পথে বিপরীত দিক থেকে ভলকা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত অবস্থায় একজন ও হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের তিনজন এবং রাজশাহী নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দিন হায়দার জানান, নিহত চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত মো. মোস্তফা (২৫), ফরিদা বেগম (৫০) ও তহিদুল হাসান তোহাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তোহা রাজশাহীতে নেওয়ার পথে বাঘাতে মারা যান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, ঘটনাস্থল থেকে একজনের, হাসপাতাল থেকে তিনজনের মরদেহ শনাক্ত করেছি এবং রাজশাহীতে নেওয়ার পথে একজনের মারা যাওয়ার ঘটনা ঘটেছে। সম্পূর্ণ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত