আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়ন্থ শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি পদে চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছেন, মোঃ আল মাসুদ মিল্টন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর স্মারক নং ২/এস/৭৭ /১০০৮(০৬) তারিখ-১৭-৩-২০২৫। তিনি রানীপুকুর স্কুল এন্ড কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক। তিনি শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের সকল অংশীজনকে তাঁর পাশে থেকে কল্যাণ মূলক পরামর্শ প্রদান করে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি লিলি কেমিক্যাল কোং ঢাকা এর স্বত্বাধিকারী এ কে এম সেলিম এঁর ছোট ভাই। উক্ত সেলিম উক্ত বিদ্যালয়ে গেট নির্মান সহ বিদ্যালয়ে কোটি টাকা আনুসাংগিক খরচ করেছেন বলে জানাগেছে। অন্যন্ন সদস্যগণ হলেন,শিক্ষক প্রতিনিধি মনোয়ার হোসেন,অভিভাবক সদস্য সাইদুর রহমান লিটু ও বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।