মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার শুকুরের হাট – তালিমগঞ্জ আঞ্চলিক সড়কের তিলকপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব (৬০) উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কৃষ্ণপুর সোনার পাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ আকন্দের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু তালেব মোটরসাইকেল চালিয়ে রানীপুকুর এরশাদ মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শুকুরেরহাট তালিমগঞ্জ আঞ্চলিক সড়কের মোড় ঘুরতে গিয়ে একটি বটগাছের সাথে ধাক্কা লেগে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মূহুর্তেই হাজার হাজার মানুষদের মাঝে বুকভরা শোকের সৃষ্টি হয়। মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে গোপালপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার শোক প্রকাশ করে বলেন, আমরা শুধুমাত্র একজন ইউপি সদস্য আবু তালেব ভাইকেই হারায়নি। আমরা একজন সৎ ও কর্মনিষ্ঠ সকলের প্রিয়ভাজন এক ইউপি সদস্য কে হারিয়েছি। আমরা সকলেই তার আত্নার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের প্রতি সর্বস্তরের মানুষদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।