আব্দুল্লাহ আল রোমান, নেত্রকোণা প্রতিনিধিঃ
আজ ২৫ শে মার্চ ২০২৫, চব্বিশ রমজান উপলক্ষে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সাব- রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির পক্ষ থেকে এক দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে। কলমাকান্দা দলিল লেখক সমিতির মোঃ আবু কাউসার, মোঃ রুকনুজ্জামান লিটন, আবু খায়ের চৌধুরী, মোঃ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ও দলিল লেখকের সার্বিক সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার জনাব মোঃ সোহেল রানা, অফিস সহকারী মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ আল রোমান সহ দলিল লেখকগণ, দলিল লেখকের সহকারী, স্ট্যাম্প ভেন্ডার এবং অফিসের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি ছিল। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাব- রেজিস্ট্রি অফিসের জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন,দোয়ায় মরহুম দলিল লেখকের আত্মার শান্তি ও দলিল লেখক সমিতির উন্নতি ও সফলতা কামনা করা সহ সকল মুসলিম ভাই বোনের মঙ্গল কামনা করে থাকেন। দোয়ায় বিশেষ করে ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত ও রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।