প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৪:২৬ পূর্বাহ্ণ
ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিমের পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
আজাদ,ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলায় বিএনপির কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ভোলা জেলা শাখার আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপি’র আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার, সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বক্তব্য বলেন, শহীদ আব্দুর রহিম ও শহীদ নুরে আলম হত্যার বিচার করতে হবে আর না হলে আমরা এই হত্যার বিচারের জন্য আবারো আন্দোলন করব।
প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন বলেন, কোনো ফ্যাসিবাদকে আবার ফিরতে দেয়া যাবে না। ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম সে আন্দোলন এখনো চলমান। যতোদিন পর্যন্ত একটা ফ্রি ফেয়ার ইলেকশন না হবে ততদিন পর্যন্ত আপনাদের মনে থাকবে যে আমরা এখনো আন্দোলন করছি।
আলোচনা সভায় শহীদ আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বক্তব্য বলেন, আমার স্বামীর হত্যার বিচার চাই। আরমান আমার স্বামীকে হত্যা করেছে তার ফাসি চাই। বিচার না হলে আমি রাস্তায় নেমে আন্দোলন করে যাবো। তিনি আরো বলেন, তারেক রহমান আমার পরিবারের জন্য ১০লক্ষ টাকা দিয়েছেন। সব সময় তিনি আমাদেরকে সাহায্য করে আসছেন। এছাড়াও গোলাম নবী আলমগীর সাহেব ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার পরিবারকে সাহায্য করা হয়েছে। পরে নিহত আব্দুর রহিমের স্ত্রী-সন্তানের হাতে ঈদ উপহার সামগ্রী হিসেবে ঈদের বাজার ও নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত