ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টার:
মাদারীপুরে চাঞ্চল্যকর শ্রমিকদল নেতা শাকিল মুন্সীর হত্যার ঘটনায় নিহত শাকিল মুন্সীর বড় ভাই হাসান মুন্সী (৪৫) বাদী হয়ে নতুন মাদারীপুর (পুরাতন লক্ষীগঞ্জ) এলাকার আজগর হাওলাদার, হারুন হাওলাদার, লিটন হাওলাদার এবং টিটু হাওলাদারসহ এজাহারনামীয় ৬৭ জন এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ তথ্য জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জাহাঙ্গীর আলম। উক্ত হত্যার ঘটনায় ইতিমধ্যে কয়েকজন গ্রেফতার হলেও মূল অপরাধীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে, গা-ঢাকা দিয়েছে সবাই। বর্তমানে এলাকাটি হয়ে পড়েছে প্রায় পুরুষ শূণ্য। খুনের ঘটনাকে কেন্দ্র করে যা’তে আরো অন্য কোনো অপ্রীতিকর ও সন্ত্রাসী ঘটনার তৈরী না হয় সেজন্য সেখানে সেনাবাহিনীর টহলের পাশাপাশি পুলিশের টিম সার্বক্ষণিক কাজ করছে। পুলিশ বলছে, তাদের অভিযান অব্যাহত রয়েছে, অপরাধীদের কেউ রেহাই পাবেনা এবং অচিরেই তারা গ্রেফতার হবে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের উক্ত নেতা খুন হওয়াতে দলের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল ও একে অপরের বিরুদ্ধে কাঁদা-ছোঁড়াছুড়ি এবং নেতৃবৃন্দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার ব্যর্থতার জন্য মাদারীপুর জেলা শ্রমিক দলেের কমিটি, উপজেলা ও থানা কমিটি সহ সকল কার্যক্রম বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।