রংপর সদর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলায় পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে ২০২৪-২০২৫ অর্থ বছরের ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুঃস্থ অসহায় ১৯জন হতদরিদ্র মানুষের মাঝে ৯৮ হাজার ৬ শত ৫২ টাকা আনুষ্ঠানিক ভাবে এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম প্রতিজনের হাতে টাকার চেক তুলে দেন।
এ সময় উপজেলা পিআইও মোঃ মমিনুল হক, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুর রাজ্জাক,সদর ও মহানগর কেয়ারটেকার ফজলুল বারী সহ অনেকেই উপস্থিত ছিলেন।