নান্দাইল প্রতিনিধি:
ইটভাটা শ্রমিক আটকে রেখে নির্যাতনের মাধ্যমে কাজ করতে বাধ্য করা হয় এমন অভিযোগে ময়মনসিংহ নান্দাইল উপজেলা চন্ডীপাশা ইউনিয়নেরএসআরবি ব্রিকস ইটভাটায় সেনাবাহিনী ও নান্দাইল থানা পুলিশ যৌথ অভিযান করে আটকে রাখা ২০ শ্রমিককে উদ্ধার করে। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মালিকপক্ষের বিল্লাল হোসেন (৪০)গ্রাম :অরণ্যপাশা, ইউনিয়ন গাংগাইল ও মুশুল্লী ইউনিয়নের মুশুল্লী গ্রামের জাকারিয়া (৫০) কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন ইটভাটায় কাজ করা শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছিল। নির্যাতনের শিকার শ্রমিকরা সেনাবাহিনী কে মোবাইল ফোনে কল করে অভিযোগ করে বলে, ইটভাটার মালিক পক্ষের কাছে ন্যায্য পাওনা চাইলে তারা শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে ও মারধর করে। বিভিন্ন এলাকা থেকে আসা ইটভাটার শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাদের জিম্মি করে রেখেছে কর্তৃপক্ষ ।
এমন অভিযোগের ভিত্তিতে আমরা যৌথ অভিযান চালিয়ে ২০ শ্রমিককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছি। আটক দুজনকে পরবর্তী আইনের প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।তবে উদ্ধারকৃত শ্রমিকরা ইটভাটায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় কাজ করতো। ইটভাটার মালিক ঠিকাদারি প্রতিষ্ঠান কে শ্রমিকদের মজুরি পরিশোধ করলেও, ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের মজুরি সঠিকভাবে পরিশোধ করতো না।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড