কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী): জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তানভীর ফরহাদ শামীম। তিনি ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের উপায় নয়, এটি তরুণদের সঠিক পথে পরিচালিত করতেও সহায়ক।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব প্রশান্ত চক্রবর্তীসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্তারা ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।