রংপুর (সদর) প্রতিনিধিঃ
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের বিশেষ পদক্ষেপ গ্রহণে ঈদুল ফিতরের ছুটির পর রংপুর বিভাগের মানুষ রংপুর সৈয়দপুর মহাসড়ক দিয়ে নিরাপদে রাজধানীতে ফিরছেন৷ রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়কের পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।এদিকে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজেই মাঠে থেকে প্রতিটি স্পটে পুলিশের কার্যক্রম তদারকি করতেছেন এবং যাত্রীদের সমস্যা শুনছেন তাৎক্ষণিক সমাধান করতেছেন। রাতে পাগলাপীরের বাজার এলাকায় ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের সাথে মতবিনিময়, সমস্যার কথা জিজ্ঞাসাবাদ এবং কাউন্টার মাস্টারদের সাথে কথা ও অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা,বাসের সময়মতো চলাচল হচ্ছে কিনা বলেন রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার। (ওসি ) মোস্তাফিজুর রহমান বিভিন্ন বাজার এলাকায় যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ঘরমুখো মানুষের চাপ সামলানোর পর এবার ঢাকামুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে।(ওসি) মোস্তাফিজুর রহমান আরো বলেন ঈদে এবার আমরা কেউ কোন ছুটি নেইনি শুধু মহাসড়কের যানজট নিরসনে কাজ করে চলছি ও বিভিন্ন বাজার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি কার্যক্রম চলছে।এবার রংপুর সৈয়দপুর মহাসড়কের বিভিন্ন বাজারে ঢাকা ফেরত যাত্রীদের চাপ স্বাভাবিক রাখতে তারাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে অতিরিক্ত ডিউটি মোতায়েন করা হয়েছে। মহাসড়কের বড় বড় মোড়ে দিন-রাত কাজ করছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের তৎপরতার কারণে, ঈদের পর থেকে রংপুর- সৈয়দপুর মহাসড়কে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনা খুবই কম ঘটেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড