আব্দুল্লাহ আল রোমান, নেত্রকোনা প্রতিনিধি:
সুস্থ দেহ সুন্দর মন এই বিষয়কে সামনে রেখে নেত্রকোনার
কলমাকান্দায় উপজেলার ৩নং পোগলা ইউনিয়ন বিএনপির অর্থ ও ত্রাণ বিষয় সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইদ্রিস শেখ এর নেতৃত্বে বাদে পোগলা একতা স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ইং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জেলার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের বাদে পোগলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইদ্রিস শেখের নিজ বাড়ির সামনে কদমতলা মাঠে ক্রিকেট টুর্নামেন্টে খেলার আয়োজন করা হয়।
উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বাদে পোগলা একতা স্পোর্টিং ক্লাব বনাম গুতুরা নিউ স্টার ক্লাব অংশগ্রহণ করেন এবং গুতুরা নিউ স্টার ক্লাব বিজয়ী হন।
খেলায় বিজয়ী দলের মাঝে কলমাকান্দা উপজেলার ও তার নিজ ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সুস্থ ও সুন্দর পরিবেশে মাধ্যমে ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।