
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি:
পাবনা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে সুজানগরে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিছিল বের হয়। সোমবার বিকাল ৫টায় অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,বিএনপি নেতা হারুন হাজারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান আলী শেখ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রইজ বিশ্বাস, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ বিশ্বাস,সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান রববান , সেলিম বিশ্বাস,সিদ্দিকুর রহমান,ছাত্রদল নেতা এস এম পাপ্পু,শেখ রুবেল ও মেহেদী প্রমুখ।
Like this:
Like Loading...
Related