
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার, ৮ এপ্রিল মৌলভীবাজার জেলা অফিস বাজার এলাকার পরিচিত ছিনতাইকারীকে ঢাকা বাসস্ট্যান্ডে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ পিস ইয়াবা এবং চুরি করা মোবাইল ফোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরেই এই ছিনতাইকারীকে ধরার চেষ্টা করছিল। আজ সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর তাকে আটক করতে সফল হয় পুলিশ।
আটক ব্যক্তিকে পরবর্তীতে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, ছিনতাইকারীকে কঠোর শাস্তির মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।
ধন্যবাদ জানানো হয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সদস্যদের, যারা এই সফল অভিযান চালিয়ে শহরের নিরাপত্তা নিশ্চিত করেছে।
সচেতন মহল মনে করেন মৌলভীবাজার মডেল থানার পুলিশ গন আরও সচেতন হলে মৌলভীবাজার শহর ও গ্রামগুলো অপরাধ মুক্ত হবে।
Like this:
Like Loading...
Related