মোহাম্মদ লাল মিয়া (জাহিদ) নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাধীনতা কাপ আন্তঃ উপজেলা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর পর্দা উঠেছিল গত (৫ এপ্রিল)শনিবার।জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে ফাইনালে গড়িয়েছে। বুধবার ৯ এপ্রিল বহুল কাঙ্খিত সেই ফাইনাল খেলাটি জলঢাকা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।জলঢাকা ক্রিক্রেটার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক আসিফ ইকবাল সাজুর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য বলেন - আজ আমি কথা বলব এমন একটি খেলা সম্পর্কে, যা কেবল একটি খেলা নয়, বরং আবেগ, ঐক্য এবং প্রতিভার প্রতীক। হ্যাঁ, আমি ক্রিকেটের কথা বলছি।
ক্রিকেট শুধুমাত্র একটি মাঠের খেলা নয়, এটি মানুষকে একত্রিত করার একটি শক্তি। এই খেলা আমাদের শেখায় কৌশল, শৃঙ্খলা, দলগত মনোভাব এবং কঠোর পরিশ্রমের মূল্য। যখন আমরা কোনও ক্রিকেট ম্যাচ দেখি, আমরা শুধু রান এবং উইকেট দেখি না; আমরা দেখি প্রতিটি খেলোয়াড়ের মধ্যে থাকা মনোবল, জয়ের ইচ্ছা, এবং সম্মানের জন্য লড়াই করার দৃঢ় সংকল্প। সেই সাথে জলঢাকা কে একটি আধুনিক স্টেডিয়াম পরিণত করার ব্যক্ত করেন।
এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তা হিমাগার প্রাঃ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক এম শরিফুল ইসলাম বাবু তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন-
যারা ক্রিকেট খেলেন, তারা জানেন যে এটি শুধু একটি খেলা নয়; এটি ধৈর্য, সংকল্প এবং কঠোর পরিশ্রমের প্রতীক। যেমন একটি ভালো ব্যাটসম্যানের জন্য প্রতিটি বলের দিকে মনোযোগ দিতে হয়, তেমনি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের মনোযোগ এবং প্রতিশ্রুতি থাকা প্রয়োজন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলাম,জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ। জাঁকজমকপূর্ণ ফাইনালে মীরগঞ্জ এমসিসি কে হারিয়ে জয়ের শিরোপা ঘরে তুলে নেন জলঢাকা ক্রিকেট এসোসিয়েশন, জমকল অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটে সেই সাথে বিভিন্ন গুণী প্লেয়ার মিডিয়া পার্টনার এবং প্রধান অতিথি বিশেষ অতিথির মাঝে কেস প্রদান করা হয়। উদ্বোধনী খেলায় জলঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রিন্ট ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড