1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

মেহেরপুরে ২ মাসে ১০৭টি মোবাইল এবং ৬ লক্ষ সাত হাজার টাকা উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

 ক্রাইম রিপোর্টারঃ
গত দুই মাসে ফেব্রুয়ারি ও মার্চ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক জিডি মূলে সর্বমোট ১০৭ টি মোবাইল এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া এবং ভুলক্রমে চলে যাওয়া সর্বমোট ৬ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করে তার মূল মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ এপ্রিল-২০২৫  সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে মূল মালিকদের হাতে  মোবাইল ও টাকা হস্তান্তর করা হয়েছে, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম মূল মালিকদের হাতে এসব মোবাইল ও টাকা হস্তান্তর করেন, এসময় মেহেরপুর সদর উপজেলার ৬১ টি, গাংনী উপজেলার ১৬ টি এবং মুজিবনগর উপজেলার ৩০টি সহ সর্বমোট ১০৭ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়াও মেহেরপুর সদর উপজেলা এলাকার প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৫ লক্ষ ১৭ হাজার টাকা এবং ভুলক্রমে যাওয়া ৯০ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়, এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোপাল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট