আলোকিত নিউজ ডেস্কঃ
গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে এখনও পুনর্গঠন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, গাড়ি যন্ত্রপাতি নষ্ট হয়েছে। পুলিশের ক্ষতিগ্রস্ত একটি গাড়িও নতুন করে কেনা সম্ভব হয়নি। তবে এই প্রক্রিয়া চলছে। অর্থ বরাদ্দ হয়ে গেলে এই ব্যবস্থা আরও উন্নয়ন হবে।
অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে কাজ করছে সরকার। তবে লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবে বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব জাস্টিসকে পুলিশ ভয় পাচ্ছে না। বেশিরভাগ আসামিই ধরা পড়ছে। এসময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথা বলেন তিনি।
রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ছিল বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড