মিজানুর রহমান মাসুদ,আজমিরীগঞ্জ হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বালানি সংকটের কারণে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এমন পরিস্থিতিতে গুরুতর অসুস্থ ও আহত রোগীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা কঠিন হয়ে পড়েছে।আজমিরীগঞ্জ পৌরসভার তাইতুল মিয়া, পিতা মৃত খুসবল মিয়া জরুরি অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অভিজিৎ পাল প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী ভিত্তিতে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন , এই মুমূর্ষ অবস্থায় রুগির আত্মীয়স্বজন দিশেহারা হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভারের সাথে মোবাইলে যোগাযোগ করলে কর্তব্যরত এম্বুলেন্স চালক মো কাইয়ুম মিয়া বলেন গত এক মাস যাবত জ্বালানী ( ডিজেল ) এর জন্যে এম্বুলেন্স সেবা বন্ধ আছে , অন্য দিকে অক্সিজেনের জন্যে রুগীর অবস্থা যতো সময় যাচ্ছে ততই রুগী খারাপ অবস্থার দিকে যাচ্ছে , জরুরী অবস্থাতে একটা প্রাইভেট গাড়ি পেলেও অক্সিজেন সেবা পাওয়া যায়নি অক্সিজেনের জন্যে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: ইকবাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করলে বলেন ,"আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার না থাকাতে আমি দিতে পারবো না , নিয়ম নেই "
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড