সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মোরশেদ আলম ও তার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল আলম দিপু ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, পৌরসভার সাবেক মেয়র ভিপি দুলাল ও ইউপি চেয়ারম্যান কানন,রিগান,সোহেল,গিয়াস উদ্দিন সহ ৮৫ জনের নামে সেনবাগ থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দিবাগত বৃহস্পতিবার গভীর রাতে এ মামলার ৪ নম্বর আসামি কাদরা ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান ও কাদরা ইউপি যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তায় পুলিশ পাহারায় নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলাটি দায়ের করেন সেনবাগ উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির হুমু। মামলা নং ৬ তারিখ ৯/৪/২৫ ইং।
এতে আরো আসামি করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী মাজেদুল হক তানভীর (৩৫), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আক্কাস রতন (৫৩), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যডভোকেট মাহমুদুল হক পাটোয়ারি প্রকাশ লেবু (৬০), কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি জিয়াউল হক পাটোয়ারি প্রকাশ দুলু (৫৬), কাদরা ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কাদরা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন (৪০), মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম রিগান (৩৫), ডমুরুয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেন কানন (৬০), নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল ওহাব (৫৫), ছাত্রলীগ নেতা আবু সোয়েব (৩০), নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন সোহেল (৫০),যুবলীগ নেতা আলমগীর (৫০),উপজেলা যুবলীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী (৫০), ডমুরুয়া ইউপির আওয়ামী লীগের সভাপতি বাকের হোসেন (৫০),ছাতারপাইয়া ইউপি আওয়ামী লীগের সেক্রেটারী সোহরাব হোসেন সুমন (৪৩), খালেদ মোশারফ বাবু (৪০), ছাত্রলীগ নেতা রাব্বি (২৮), সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু নাছের ভিপি দুলাল (৪৭), রাশেল (৩০), পারভেজ প্রকাশ বোমা পারভেজ (৩০), সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ গোলাম কবির (৫৪), শাহিনুর আলম রাজিব (২৭), জামাল হোসেন (৫০), অজুনতলা ইউপি আওয়ামী লীগের সভাপতি সাহেব উল্যাহ মেম্বার (৫৫) সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, বিগত ২৪/১২/২০১৮ খ্রি: সকাল অনুমান সকাল সাড়ে ১০.সময় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর ইদ্রিস মাস্টারের পুরাতন বাড়ির প‚র্ব পাশে রাস্তার উপর সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে গনসংযোগের উদ্দেশ্যে কল্যান্দি বাজার হইতে যাত্রা শুরু করে সাহাপুর এলাকার প্রবেশ করার মুহ‚র্তে প‚র্ব পরিকল্পিত ভাবে ১ ও ২ নং বিবাদীর হুকুমে অপরাপর এজাহারনামীয় বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীগন বেআইনী জনতাবদ্ধে হাতে চাপাতি, পিস্তল, লোহর রড, হকিস্টিক, লাঠি সোটা সহ মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ফারুকের পথ রোধ করে ককটেল ও হাত বোমা ফুটাইয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এবং প্রচার প্রচারনায় কাজে বাধা প্রদান করে ও বিএনপির ধানের শীর্ষের প্রার্থী জয়নুল আবদিন ফারুককে হত্যার চেষ্টা চালায়
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড