
ক্রাইম রিপোর্টারঃ
ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার ১২ এপ্রিল-২০২৫ বিকেলে মেহেরপুর পন্ডের ঘাট এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়েছে,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি সড়কে গিয়ে শেষ হয়,এর আগে মেহেরপুর পন্ডের ঘাটে এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস,সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক মোঃসাইফুল ইসলাম, যুবদলের সভাপতি মোঃ জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।
Like this:
Like Loading...
Related