আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের দিল্লিতে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
শনিবার (১৯ এপ্রিল) ভোরে দিল্লির মুস্তাফাবাদে এ ঘটনা ঘটে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের উদ্ধারকারী দল অভিযান শুরু করে।
সংবাদ সংস্থা এএনআইকে সন্দ্বীপ লাম্বা বলেন, ‘১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চারজন মারা গেছেন। এখনও প্রায় ৮-১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।’ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা লাম্বা বলেন, তারা এটি তদন্ত করবেন। আহতদের জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার রাতে দিল্লির কিছু অংশে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস বয়ে যায় এবং বজ্রপাত হয়। এর কয়েক ঘণ্টা পরেই ভবন ধসের এ ঘটনা জানা গেল।
গত সপ্তাহে মধু বিহারের কাছে তীব্র ধুলাঝড়ের সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে, যার ফলে একজন নিহত এবং আরও দুজন আহত হন। শনিবার আরেকটি পৃথক ঘটনায় উত্তর প্রদেশের মীরাটে ঝড়ের সময় একটি বাড়ি ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড